ঢাকা টু হাতিয়া লঞ্চ সময়সূচি ভাড়া ও নাম্বার

ঢাকা টু হাতিয়া লঞ্চ সময়সূচি

প্রিয় যাত্রী ভাই বন্ধুগণ কেমন আছেন সবাই। বাসা কিংবা ঢাকা সদর ঘাটে এসে যারা হাতিয়া গামী লঞ্চ এর সময়সূচি জানতে চাচ্ছেন তাদের জন্য এই পোষ্ট। দ্বীপ জেলা গুলোতে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো লঞ্চ। বাংলাদেশের বৃহৎ ব দ্বীপ জেলা ভোলা, সন্দ্বীপ উপজেলা কিংবা হাতিয়া উপজেলা গুলোতে যেতে হলে আপনার লঞ্চের কোনো বিকল্প নেই। আজকের লেখায় ঢাকা থেকে হাতিয়া লঞ্চ সময়সূচি নিয়ে বিস্তারিত জানাবো। পুরো পোষ্ট পড়লে আপনি আপনার কাঙ্গিত তথ্য পেয়ে যাবেন আশাকরি। আরেকটা কথা বলে রাখা ভালো এই রুট সরাসরি ঢাকা টু হাতিয়া না। বরং মানুষজন ঢাকা-মনপুরা-হাতিয়া রুট নামেই চিনে। এর মাঝে আবার ঢাকা থেকে রওনা হলে ভোলার ইলিশা ও মঙ্গল সিকদার লঞ্চ ঘাটেও ঘাট দেয় এই রুটের লঞ্চ গুলো। এই রুটে তাশরিফ সিরিজ ও ফারহান সিরিজের লঞ্চ যাতাযাত করে নিয়মিত। প্রতিদিন ২ টি করে দুই কোম্পানির লঞ্চ নিয়মিত যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ০৫.৩০ মিনিটে ফারহান সিরিজের লঞ্চ ও ০৬.০০ মিনিটে তাশরিফ সিরিজের লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পড়ুন ঢাকা টু হাতিয়া লঞ্চ সময়সূচি

লঞ্চের নাম ঢাকা থেকে ছাড়েহাতিয়া থকে ছাড়ে
০১. ফারহান ৩ / ফারহান ৪০৫.৩০ মিনিটি১১২.৩০ মিনিট
০২. তাশরিফ ৪০৬.০০০১.০০ মিনিট

ঢাকা টু হাতিয়া লঞ্চ

ঢাকা টু হাতিয়া লাইনে নিয়মিত ২ কোম্পানির লঞ্চ যাতায়াত করে। তাশরিফ সিরিজের তাশরিফ ৪ নিয়মিত চলাচল করে। মাঝে মাঝে প্রক্সী হিসেবে তাশরিফ ১ ও ২ লঞ্চ কে দেখা যায়। অপরদিকে ফারহান কোম্পানি ফারহান ৩ ও ফারহান ৪ লঞ্চ যাত্রীসেবা দিয়ে যাচ্ছে এই রুটে।

আরো পুড়ন চাঁদপুর টু ঢাকা লঞ্চ সয়মসূচি ও ভাড়ার তালিকা

ঢাকা টু হাতিয়া লঞ্চ ভাড়া

হাতিয়া থেকে ঢাকা লঞ্চ ভাড়া অন্যান্য রুটের কাছাকাছি। ঢাকা থেকে ছেড়ে হাতিয়ার তমুরদ্দি লঞ্চ ঘাটে ফারহান ও হাতিয়ার লঞ্চ ডেকে ৩৫০-৪০০ টাকা। সিঙ্গেল কেবিন ১৪০০ টাকা ও ডাবল কেবিন ২২০০ টাকা।

লঞ্চের সিটের নামসিটের ভাড়া
০১. ডেক৩৫০-৪০০ টাকা
০২. সিঙ্গেল কেবিন১৪০০ টাকা
০৩. ডাবল কেবিন২০০০-২২০০ টাকা

ঢাকা থেকে হাতিয়া লঞ্চ কেবিন নাম্বার

এই রুটের নিয়মিত যাত্রীদের দরকারি কেবিন নাম্বার নিচে দেওয়া হলো। ফারহান ও তাশরিফ সিরিজের চলাচলকারী লঞ্চ দুটির কেবিন নাম্বার নিচে দেওয়া হলো:

লঞ্চের নামকেবিন বুকিং নাম্বার
০১. এম ভি ফারহান-৩ ,এম ভি ফারহান-৪0 1785-630365 01785-630370  
০২. এম ভি তাসরিফ ৪0 1312476824

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top