প্রিয় ভোলাবাসী আপনারা কেমন আছেন। আশাকরি ভালো আছেন। ভোলা জেলার প্রায় লক্ষাধিক লোকজন বিভিন্ন কাজে চট্টগ্রামে বসবাস করছেন। তারা যারা নিয়মিত চট্টগ্রাম টু ভোলা যাতায়াত করছেন তারা জানেন। যারা নতুন তাদের জন্য কিভাবে কোন বাসে যাবেন অথবা কত টাকা খরচ হবে এসব বিষয়ে আলোচনা করা হলো। পড়ুন চট্টগ্রাম টু ভোলা বাস ভাড়া
চট্টগ্রাম টু ভোলা বাস সার্ভিস
ভোলা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ভোলা যোগে যেতে চান তাহলে দুটি উপায় আছে। প্রথম হলো ডাইরেক্ট বাস সার্ভিস। যেটা চট্টগ্রাম থেকে সরাসরি ভোলা যাতায়াত করে। আপরটি হলো লোকাল বাস যোগে মজুচৌধুরীর ঘাট সেখান থেকে ফেরি বা লঞ্চে মেঘনা নদী পার হয়ে ভোলা যেতে পারবেন।
আরো পড়ুন ভোলা টু ঢাকা গ্রীন লাইন লঞ্চ সময়সূচি ও ভাড়া
ভোলা টু চট্টগ্রাম ডাইরেক্ট বাস
এই রুটে অনেক গুলো ডাইরেক্ট বাস চলাচল করে। নিচে এগুলোর নাম দেওয়া হলো:
০১. নিউ সোহাগ পরিবহন
০২. শতাব্দী পরিবহন
০৩. বি শ্যামলী সার্ভিস
০৪. যমুনা এক্সপ্রেস প্রা: লিমিটেড
০৫. তোফা এন্টারপ্রাইজ
০৬. নিউ ইসরাত পরিবহন
উল্লেখ্য, এই রুটে প্রথম বাস চলাচল শুরু করে বিআরটিসি। এরপর সীমান্ত পরিবহন প্রথম বেসরকারি ডাইরেক্ট বাস সার্ভিস চালু করে। তবে বর্তমানে সার্ভিসে নেই এই ব্যানারটি। এছাড়া এক সময় মামুন এক্সপ্রেস, ভোলা ট্রান্সপোর্ট লিমিটেড, মেঘনা এক্সপ্রেস সার্ভিস দিত চট্টগ্রাম-ভোলা-চরফশ্যান রুটে।
চট্টগ্রাম টু ভোলা লোকাল বাস
এখানে জনপ্রিয় দুটি বাস হলো শাহী বাস সার্ভিস ও জোনাকি বাস সার্ভিস। এই দুই কোম্পানির বাস সরাসরি চট্টগ্রাম টু মজুচৌধুরীর ঘাট চলাচল করে। প্রায় ৪ ঘণ্টার মধ্যে ঘাটে পৌঁছানো যায় চট্টগ্রাম থেকে। এছাড়া লোকাল বাস হলো সনিয়া, শাহ পরিবহন, জননী পরিবহন ইত্যাদি।
চট্টগ্রাম টু ভোলা বাস ভাড়া
ডাইরেক্ট বাস মূলত রাতে চলাচল করে। ভাড়া হলো সারাবছর ৮০০-৯০০ টাকা থাকে। কিন্তু ২ ঈদ উপলক্ষে ১০০০-১৪০০ টাকা পর্যন্ত হয়। এদিকে শাহী ও জোনাকি বাসের ভাড়া মজুচৌধুরীর ঘাট পর্যন্ত ৪৮০ টাকা। ঈদ উপলক্ষে ৫৫০ টাকা হয়ে থাকে। লোকাল বাসে গেলে ৪০০ টাকার মধ্যে যেতে পারবেন।
চট্টগ্রাম টু ভোলা বাস টিকেট বুকিং নাম্বার
প্রিয় যাত্রী ভাইয়েরা আপনাদের জন্য নিচে বিভিন্ন জায়গায় থেকে চট্টগ্রাম থেকে ভোলা ডাইরেক্ট বাস এর টিকেট বুকিং দেওয়ার জন্য মোবাইল নাম্বার তুলে ধরলাম। আশাকরি কাজে লাগবে। এছাড়া শাহী বাসের চট্টগ্রাম বিআরটিসি কাউন্টার নাম্বার হলো: ০২৩৩৩৩৬২১৫৪।
চট্টগ্রাম থেকে টিকেট বুকিং নাম্বার
ক্রমিক নং | কাউন্টার | পরিচালনায় | মোবাইল নাম্বার |
০১ | বদ্দারহাট পুলিশ বক্স | প্রধান কার্যালয় | ০১৬১৩৭৯৩৩৬২ |
০২ | রাজাখালী | মোহাম্মদ হারুন | ০১৮৬৭৪১৯৯৩৮ |
০৩ | ইলিশা ঘাট | ০১৮৮০১৯২৪২৭ | |
০৪ | মজুচৌধুরীর হাট | ০১৮৮০১৯২৪২৬ | |
০৫ | বাকলিয়া এক্সেস রোড | ০১৫৭৫৬৮১৪২৪ | |
০৬ | ২নং মাইলের মাথা, বন্দর | মোহাম্মদ আনোয়ার | ০১৮৫৭৪৩১৩০০, ০১৭৬৬০৮৫০৮০ |
০৭ | রাজখালী | সৈয়দ মাঝি | ০১৮৭৮২৫৩৭৪৩ |
০৮ | চাক্তাই | আবু ছিদ্দিক, মো: সৈয়দ আহম্মদ | ০১৭৬৭৪৪৪৮৬৬, ০১৮৮৭২৫৩৭৪৩ |
০৯ | মাঝিরঘাট | মো: সোহাগ | ০১৭৪০৫৮৪৩৩৭ |
ভোলা থেকে টিকেট বুকিং নাম্বার
কাউন্টার | পরিচালনায় | মোবাইল নাম্বার |
চরফশ্যান | পাওয়া যায়নি | পাওয়া যায়নি |
কর্তারহাট | মঞ্জুর মোরশেদ, মো: আকবর খান | ০১৭২৭৩৯৯১১৭, ০১৭৬৮১৪৩৩১০ |
লালমোহন | মো: শাকোয়াত, মো: তারেক | ০১৭১০৭০৪৮৮০, ০১৮৯৪০৪৯৬২৭ |
ডাউরি হাট | ||
আমাদের শেষ কথা
এই ডাইরেক্ট বাস সার্ভিস বড় সুবিধা হলো বেশি মালামাল ও মহিলা যাত্রী নিয়ে ভ্রমণ করলে অনেক সুবিধা পাওয়া যায়। এছাড়া চট্টগ্রাম থেকে মালামাল নেওয়ার জন্য অনেক সুবিধা। তবে শীতকালে নদীতে পানি কম থাকার কারণে অনেক সময় ফেরি আটকিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়। এই জার্নিতে চট্টগ্রাম থেকে ভোলার লালমোহন যেতে প্রায় ৮-১০ ঘণ্টা লেগে যায়। চট্টগ্রাম টু ভোলার দূরত্ব