ভোলা সদর উপজেলার ইউনিয়ন সমূহ

ভোলা সদর উপজেলার ইউনিয়ন সমূহ

ভোলা সদর উপজেলা বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। দেশের সর্ববৃহৎ দ্বীপ ভোলা মূলত এই সদর উপজেলা ঘিরেই। নদী, খাল ও চরাঞ্চল সমৃদ্ধ এ এলাকা কৃষি ও মৎস্যচাষের জন্য বিখ্যাত। ভোলা গ্যাস ফিল্ড এ উপজেলার অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি নদীবেষ্টিত উপজেলা। উত্তরে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা। দক্ষিণে চরফ্যাশন উপজেলা পূর্বে মেঘনা নদী ও লক্ষ্মীপুর জেলা। পশ্চিমে তেতুলিয়া নদী ও বরিশাল জেলা। আজকে আরো জানবো ভোলা সদর উপজেলার ইউনিয়ন সমূহ

আরো পড়ুন মনপুরা উপজেলার ইউনিয়ন সমূহ

ভোলা জেলার ইতিহাস প্রাচীনকাল থেকেই গুরুত্বপূর্ণ। ভোলা সদর তার নাম পেয়েছে মূলত স্থানীয় এক জমিদার বা ব্যবসায়ী ভোলা গোমস্তার নাম থেকে। ব্রিটিশ আমলে এ অঞ্চলে নৌবাণিজ্য ছিল অত্যন্ত সক্রিয় এবং এই অঞ্চল ধীরে ধীরে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

১৯৫০ সালের দিকে এখানে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং নদীপথে যোগাযোগ সহজ হওয়ায় এটি দ্রুত বাণিজ্যিক গুরুত্ব অর্জন করে। পরে প্রশাসনিক সুবিধার্থে এটি “ভোলা সদর” উপজেলা হিসেবে গঠিত হয়। ১৯৮৪ সালে ভোলা জেলায় উন্নীত হওয়ার পর সদর উপজেলা তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ভোলা সদর উপজেলার ইউনিয়ন সমূহ

দ্বীপজেলা ভোলার অন্যতম উপজেলা ভোলা সদর। এখানে মোট ১৩ ইউনিয়ন নিয়ে এই সদর উপজেলা গঠন করা হয়। এর পাশাপাশি ভোলা পৌরসভাও আছে এই উপজেলায়। নিচে ইউনিয়ন গুলোর নাম তুলে ধরা হলো

১নং রাজাপুর

২নং ইলিশা

৩নং পশ্চিম ইলিশা

৪নং কাচিয়া

৫নং বাপ্তা

৬নং ধনিয়া

৭নং শিবপুর

৮নং আলীনগর

৯নং চর সামাইয়া

১০নং ভেলুমিয়া

১১নং ভেদুরিয়া

১২নং উত্তর দিঘলদী

১৩নং দক্ষিণ দিঘলদী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top