বরিশালে প্রিয় লঞ্চ যাত্রী ভাই ও বোনেরা কেমন আছেন। আপনারা যারা নিয়মিত আমতলী দিয়ে যাতায়াত করেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা । স্বপ্নের পদ্মা সেতু হওয়ার পর যারা এখনো আনন্দদায়ক লঞ্চ ভ্রমণটাকে টিকিয়ে রেখেছেন তাদের প্রসংশা করতেই হয়। আজকে আপনার জন্য ঢাকা টু আমতলী লঞ্চ সময়সূচী ২০২৫ নিয়ে বিস্তারিত বলবো। আশাকরি আপনি যে তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটে এসেছেন সেটা সঠিক ভাবে পাবেন।
আমতলী টু ঢাকা লঞ্চ সময়সূচী
এই রুটে সবচেয়ে বহুল প্রচলিত একটা লঞ্চ ছিল শতাব্দী বাঁধন। তবে বর্তমানে এই লঞ্চটি এই লাইনে নেই। সেটা ভোলার হাকিমুদ্দীন থেকে ঢাকা রুটে চলাচল করে। তবে তরঙ্গ ও সুন্দরবন সিরিজের ২ লঞ্চ বরগুনার আমতলী রুটে চলাচল করে । সাথে ইয়াদ সিরিজের লঞ্চ ও চলাচল করে এই রুটে। অন্য সময় লঞ্চ কিছু কম থাকলেও কিন্তু বিভিন্ন ঈদ উপলক্ষে বেড়ে যায় লঞ্চের সংখ্যা।
আরো পড়ুন : ঢাকা টু শরিয়তপুর লঞ্চ সময়সূচি ও ভাড়া
ঢাকা টু আমতলী লঞ্চ ভাড়া
অন্যান্য রুটের মতো এই রুটে ভাড়া কম নয়। ডেকে যেতে চাইলে আপনি ৫০০ টাকা খরচ করে ঢাকা থেকে আমতলী যেতে পারবেন।
ক্রমিক নাম্বার | লঞ্চের সিট | ভাড়ার পরিমাণ |
০১. | ডেক | ৫০০ টাকা |
শেষ কথা
সর্বশেষ তথ্য পাওয়া মোতাবেক বর্তমানে আমতলী টু ঢাকা এখানে লঞ্চ চলাচল বন্ধ আছে। আশকরা যাচ্ছে সামনের ঈদুল আযহা তে চালু হবে।
আমাদের ঢাকা টু আমতলী লঞ্চ সময়সূচী ২০২৫ তথ্য দরকারি মনে হলে অন্যদের মাঝে শেয়ার করুন।