ঢাকা টু শরীয়তপুর লঞ্চ সময়সূচি ২০২৫

ঢাকা টু শরীয়তপুর লঞ্চ ভাড়া

প্রিয় লঞ্চ যাত্রী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। নদী পথের যাত্রাকে যারা খুব পছন্দ করেন ও সময় স্রাশ্রয়ী মনে করেন তাদের জন্য উপভোগ্য ময়। আমরা অনেকে সড়ক থেকে নদী পথে ভ্রমণ করতে বেশি পছন্দ করি। আজকের তেমনি একটি নদী পথের নৌরুট নিয়ে আজকে কথা বলবো। আপনারা কিভাবে ঢাকা থেকে সহজে শরীয়তপুর যেতে পারেন তা নিয়ে বিস্তারিত জানাবো আজ। তাহলে চলুন জানি ঢাকা টু শরীয়তপুর লঞ্চ সময়সূচি ২০২৫

ঢাকার সদরঘাট থেকে সদরঘাট রুটে চলাচল কারী লঞ্চ গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রিন্স অব আওলাদ, এম.ভি. মানিক-৪, এম.ভি. নাইম মীম-৫, স্বর্ণদ্বীপ-৭, এম ভি মিরাজ, এমভি সুরেশ্বর-২, এম ভি ভোজেশ্বর-। উল্লেখ করা লঞ্চ গুলো কখন কোন টাইমে ছেড়ে যায় তা সুন্দর করে নিচে তুলে ধরা হলো

ক্রমিক নংলঞ্চের নামছাড়ার সময়গন্তব্য স্থান
০১.প্রিন্স অব আওলাদসন্ধ্যা ৭:০০ডামুড্যা
০২.এম ভি স্বর্ণদ্বীপ-৭সন্ধ্যা ৭: ৩০ডামুড্যা
০৩.এম ভি মিরাজসন্ধ্যা ৭:০০ওয়াপদা
০৪.এম ভি সুরেশ্বর-২সকাল ৭:০০সুরেশ্বর
০৫.এম ভি সুরেশ্বর-২দুপুর ১:০০সুরেশ্বর
০৬.এম ভি সুরেশ্বর ২রাত ৮:০০ 
০৭.এম ভি  ভোজেশ্বর-১সকাল ৮:০০ভোজেশ্বর
০৮.এম ভি  ভোজেশ্বর-১রাত ৮:০০ভোজেশ্বর
০৯.এম.ভি. মানিক-৪রাত ১১:০০নড়িয়া
১০.এম.ভি. নাইম মীম-৫রাত ১১:০০নড়িয়া

বন্ধুরা আপনারা জেনে থাকবেন শরিয়তপুর জেলায় অনেক গুলো ঘাট। তার মধ্যে উল্লেখযোগ্য ড্যামুডা, নড়িয়া, সুরেশ্বর,ভোজেশ্বর, সুরেশ্বর ও ওয়াপদা। আপনি চাইলে পছন্দের গন্তব্যে নামতে পারেন প্রিয় লঞ্চ এ যাতায়াত করে।

আরো পড়ুন চট্টগ্রাম হতে ভোলা লঞ্চ চলাচল সময়সূচি ও ভাড়া

ঢাকা টু শরিয়তপুর লঞ্চ কেবিন বুকিং নাম্বার

যারা ঘরে বসে শরিয়তপুর টু ঢাকা লঞ্চের কেবিন বুকিং দিতে চান তাদের জন্য প্রয়োজনীয় নাম্বার দেওয়া হয়েছে নিচে। আপনার পছন্দের লঞ্চের কেবিনে বুকিং দিন এখুনি।

ক্রমিক নাম্বারলঞ্চের নামমোবাইল নাম্বার
০১.এম ভি মিরাজ০১৮৩৮১৬২১৯৯
০২.এম ভি মিরাজ ৭০১৮৩৮১৬২১৯৯
০৩.এম.ভি. মানিক-৪০১৮৫০৮৫৭৫৬৫
০৪.এম.ভি. নাইম মীম-৫০১৭৬৬৩৪৪৩৫৪
   

ঢাকা টু শরীয়তপুর লঞ্চ ভাড়া

ঢাকা থেকে শরীয়তপুর লঞ্চ ভাড়া খুব একটা বেশি না। আপনি এক এক জায়গায় নামলে এক এক রকম ভাড়া দিতে পারবেন। নিচে ঢাকা থেকে রওনা হয়ে কোন ঘাটে কত ভাড়া পড়বে তা তুলে ধরা হলো। ডেক ভাড়া ১২০-১৫০ টাকা। সিঙ্গেল কেবিন ২৫০-৪০০ টাকা। এবং ডাবল কেবিনের ভাড়া ৫০০-৮০০ টাকা।

আমাদের কথা

অনেক সময় নদী নাব্যতা ও নদী বন্দরে সিগনাল থাকার কারণে সিডিউল চেঞ্জ হতে পারে। এটার জন্য এই ওয়েবসাইট কোনো মতে দায়ী নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top