প্রিয়া যাত্রী বন্ধুরা সবাই কেমন আছে। অনেকেই জেনে খুশি হবেন যে চট্টগ্রাম থেকে সরাসরি এখন থেকে লঞ্চ যোগে আপনি প্রিয় ভোলাতে যেতে পারবেন। আজকের পোষ্ট কোন কোনা লঞ্চ চলাচল করে এবং তাদের সময়সূচি । সাথে কোন লঞ্চে কোন সিটের ভাড়া কেমন তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা থাকছে। পড়ুন চট্টগ্রাম টু ভোলা লঞ্চ সময়সূচি
চট্টগ্রাম টু ভোলা চলাচলকারী লঞ্চের নাম
এই রুটে প্রথম লঞ্চ চালু করে কর্ণফুলী ক্রুজ লাইন কোম্পানি। প্রথমে তার ২ টি লঞ্চ দিয়ে তাদের ব্যবসা শুরু করে। প্রথম হলো কর্ণফুলী এক্সপ্রেস ও আরেকটি হলো এমভি বারো আউলিয়া।
আরো পড়ুন: ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চ চলাচল সময়সূচি
চট্টগ্রাম টু ভোলা লঞ্চ সময়সূচি
মূলত ঈদের মৌসুমে ভালো জমে এই রুট। ঈদুল ফিতরের সময় ২ টি এবং অন্যান্য সময় ১ লঞ্চ সার্ভিস দেয় এই রুটে। লঞ্চটি প্রতিদিন একদিন পর পর চট্টগ্রাম থেকে সকাল ৮ টায় ছাড়ে। আবার ভোলার বেতুয়া ঘাট থেকে সকাল ৮ টায় ছাড়ে। লালমোহন মঙ্গলসিকাদার ঘাট থেকে সকাল ৯ টায় ও তজুমদ্দিন ঘাট থেকে সকাল সাড়ে দশটায় ছেড়ে আসে চট্টগ্রামের উদ্দেশ্যে।
ভোলা হতে চট্টগ্রাম লঞ্চের ভাড়া
চট্টগ্রাম টু ভোলা লঞ্চের ভাড়া তুলনামূলক খুব একটা বেশি নয়। পথ হিসেবে বলা যায় যাত্রীদের অনুকূলে। নিচে পূর্ণ একটি তালিকা তুলে ধরলাম ভাড়ার।
ক্রমিক নং | সিটের নাম | ছাড়ার স্থান | গন্তব্য স্থান | ভাড়ার পরিমান |
০১. | সিঙ্গেল কেবিন | চট্টগ্রাম | বেতুয়া | ১৬০০ টাকা |
০২. | টুইন কেবিন | চট্টগ্রাম | বেতুয়া | ৩৪০০ টাকা |
০৩. | ভিআইপি কেবিন | চট্টগ্রাম | বেতুয়া | ৪২০০ টাকা |
০৪. | ভিভিআইপি কেবিন | চট্টগ্রাম | বেতুয়া | ৫৪০০ টাকা |
০৫. | ইকোনোমি চেয়ার | চট্টগ্রাম | হাতিয়া | ৬০০ টাকা |
০৬. | ইকোনোমি চেয়ার | চট্টগ্রাম | ঢালচর | ৬৫০ টাকা |
০৭. | ইকোনোমি চেয়ার | চট্টগ্রাম | মনপুরা | ৭০০ টাকা |
০৮. | ইকোনোমি চেয়ার | চট্টগ্রাম | তজুমদ্দিন | ৮০০ টাকা |
০৯. | ইকোনোমি চেয়ার | চট্টগ্রাম | মঙ্গলসিকদার | ৯০০ টাকা |
১০. | ইকোনোমি চেয়ার | চট্টগ্রাম | বেতুয়া | ১০০০ টাকা |
১১. | ডেক | চট্টগ্রাম | হাতিয়া | ৫০০ টাকা |
১২. | ডেক | চট্টগ্রাম | ঢালচর | ৫৫০ টাকা |
১৩. | ডেক | চট্টগ্রাম | মনপুরা | ৬৫০ টাকা |
১৪. | ডেক | চট্টগ্রাম | তজুমদ্দিন | ৭৫০ টাকা |
১৫. | ডেক | চট্টগ্রাম | মঙ্গলসিকদার | ৮৫০ টাকা |
১৬. | ডেক | চট্টগ্রাম | বেতুয়া | ৯৫০ টাকা |
আমাদের শেষ কথা
বর্তমানে ঈদুল আযহা উপলক্ষে এমভি বারো আউলিয়া আবার চালু হয়েছে। ৪-৬ জুন এবং ১১-১৪ জুন চট্টগ্রাম থেকে ভোলা রুটে চলাচল করবে লঞ্চ । চট্টগ্রাম সদরঘাট থেকে ছাড়ে লঞ্চটি। আমাদের চট্টগ্রাম টু ভোলা লঞ্চ সময়সূচি ভালো লাগলে শেয়ার করুন।