প্রিয় চাঁদপুরের ভিজিটির বৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা। চট্টগ্রাম থেকে চাঁদপুর যেতে ট্রেনের সময়সূচি জানতে আমাদের সাইটে আসার জন্য ধন্যবাদ। এখানে আপনি আপনার কঙ্খিত তথ্য পেয়ে যাবেন। চট্টগ্রাম চাঁদপুর রুটে মূলত সরকারি ভাবে প্রতিদিন একটি ট্রেন যাতায়াত করে । ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস (৭২৯)। অবশ্য আরো একটি বেসরকারি ট্রেন যাতয়াত করে। তবে আপনি যেহেতু চট্টগ্রাম থেকে চাঁদপুর ট্রেনের সময়সূচী মেঘনা জানতে চেয়েছেন পড়ুন।
আরো পড়ুন চট্টগ্রাম টু ভোলা বাস ভাড়া ও সময়সূচি
আরো পড়ুন সন্দ্বীপ ফেরি সার্ভিস সময়সূচি ও ভাড়ার তালিকা
মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬ টায় ছেড়ে যায়। আবার চাঁদপুর রেল স্টেশন থেকে ভোর ৫ টায় ছেড়ে আসে চট্টগ্রাম রেল স্টেশন এর উদ্দেশ্যে।
ট্রেনের নাম | চট্টগ্রাম থেকে ছাড়ে | চাঁদপুর পৌছায় |
০১. মেঘনা এক্সপ্রেস (৭২৯) | সন্ধ্যা ০৬.০০ টায় | রাত ১০.০০ টায় |
চট্টগ্রাম থেকে চাঁদপুর ট্রেনের সময়সূচী
মেঘনা এক্সপ্রেস দিয়ে খুব সহজেই চাঁদপুর যাওয়া যায়। আবার এই ট্রেন দিয়ে কুমিল্লা ও ফেনীর লোকজনও নিয়মিত যাতায়াত করে । তবে যারা চাঁদপুর থেকে চট্টগ্রাম আসতে চাচ্ছেন তাদের জন্য ও সময় সূচি দেওয়া হলো। চাঁদপুর রেল স্টেশন থেকে প্রতিদিন ভোর ৫ টায় ছেড়ে এসে চট্টগ্রামে থামে ৮ টা ৪৫ মিনিটে।
ট্রেনের নাম | চাঁদপুর থেকে ছাড়ে | চট্টগ্রাম পৌছায় |
০১. মেঘনা এক্সপ্রেস (৭২৯) | ভোর ০৫.০০ টায় | সকাল ০৮.৪৫ টায় |
মেঘনা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
চাঁদপুর থেকে চট্টগ্রাম ট্রেনে আসলে মোটামুটি সময় ও বাচে সাথে টাকাও কাম লাগে। যেমন বাসে যেখানে ৩৫০ টাকা ভাড়া নেয়। সেখানে আপনি শোভন চেয়ারে ১৮০ টাকা দিয়ে ভ্রমণ করতে পারবেন। তাবে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কিছুটা বেশি নিবে ভাড়া। তবে মেঘনা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ২২০ টাকা ও প্রথম আসনে পাবেন মাত্র ৩৩৪ টাকায়। আর প্রথম বার্থ আসনের মূল্য রাখা হয়েছে একই ৩৩৪ টাকা। এখানে মেঘনা এক্সপ্রেস ট্রেনের টিকেটের মূল্য তুলে ধরা হলো:
ট্রেনের সিটের নাম | টিকিটের দাম |
০১. প্রথম বার্থ | ৩৩৪ টাকা |
০২. প্রথম আসন | ৩৩৪ টাকা |
০৩. শোভন চেয়ার | ২২০ টাকা |
০৪. শোভন | ১৮০ টাকা |
আমাদের শেষ কথা
চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যাত্রীদের কাছে প্রিয় ট্রেন মেঘনা। এখানে প্রতি বৃহস্পতিবার প্রচুর জ্যাম হয়। তাই সবাই খোঁজ খবর নিয়ে যাতায়াত করা উচিত। আমাদের চট্টগ্রাম থেকে চাঁদপুর ট্রেনের সময়সূচী মেঘনা লেখাটা দরকারি মনে হলে শেয়ার করুন। এই ট্রেন সম্পর্কে আরো জানুন
আপনার ওয়েবসাইট এর এই পোস্ট টি চমকপ্রদ। আপনার থেকে একটা ব্যাকলিঙ্ক আসা করছি। চট্টগ্রাম থেকে জামালপুর বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিয়ে। https://banglartrain.com/bijoy-express-train/
আমাদের সাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ