প্রিয় যাত্রী বন্ধুরা যারা ঢাকা থেকে বরগুনা আমলতী যেতে চাচ্ছেন সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা এই রুটে আপডেট খবর জানেন না তাদের জন্য এই পোষ্ট। অনেকদিন বন্ধ ছিল বরগুনা টু ঢাকা নৌরুট। তবে আবার চালু করেছে মালিক পক্ষ। তাও আবার আগের থেকে ভাড়া কমিয়ে। আজকে ঢাকা টু আমতল লঞ্চ সময়সূচী নিয়ে বিস্তারিত জানাবো। পড়ুন ঢাকা টু বরগুনা লঞ্চ সময়সূচী ২০২৫
ঢাকা টু বরগুনা লঞ্চ সময়সূচী
বরগুনা থেকে ঢাকা প্রতিদিন এখন লঞ্চ পাওয়া যায় আমতলী ঘাট থেকে। এই রুটে এখন নিয়মিত এমভি পুবালী-১, এমভি অথৈ-১ , এমভি নিউ সাব্বির ও এমভি মিতালি ৪ লঞ্চ চলাচল করছে। লঞ্চ গুলো প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যা ০৬ টায় থেকে ০৭ টার মধ্যে ছেড়ে যায়। আবার আরেকটি লঞ্চ বরগুনা আমতলি থেকে প্রতিদিন বিকেল ০৪ টায় একটি লঞ্চ ঢাকায় ছেড়ে আসে। ঢাকা টু বরগুনা লঞ্চ সময়সূচী ২০২৫
ঢাকা টু আমতলী লঞ্চ কেবিন বুকিং নাম্বার
অনেকদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা টু বরগুন নৌ রুট। আমার চেষ্টা করেছি কিভাবে আপনাদের জন্য কেবিন নাম্বার দেওয়া যায়। অনেক যাত্রী কেবিনে যেতে সাছন্দ্য করেন। এখানে এম কে শিপিং লাইন্স এর লঞ্চ এমভি পুবালী ১ লঞ্চের কেবিন নাম্বার দেওয়া হলো। এই নাম্বারে 01713428512 (কাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যেকেনো সময় কেবিন বুকিং দিতে পারবেন।
আরো পড়ুন ঢাকা টু আমতলী লঞ্চ সময়সূচী
ঢাকা টু বরগুনা লঞ্চ ভাড়া কত
অনেক যাত্রা পথে অনেকদিন পর নদী পথে ভ্রমণ করলে লঞ্চের ভাড়া জেনে নিতে চান। তাই যারা ঢাকা টু বরগুনা নৌরুটের লঞ্চ ভাড়া জানতে চাচ্ছেন। তাদের জন্য এই পোষ্ট এখানে সঠিক ভাড়া তুলে ধরা হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে মানুষ এখন বাস দিয়ে যাতায়াত করেন। তাই আগের মতো লঞ্চে যাত্রী পাওয়া যায় না। তবুও অনেকে লঞ্চে ভ্রমণ করে আনন্দ পান। আগে এই রুটে ভাড়া অনেক বেশি ছিল। তবে যাত্রী বাড়াতে লঞ্চ মালিকপক্ষ লঞ্চ বাড়া কমিয়েছে। এখন ডেকে ভাড়া ৫০০ টাকা, সিঙ্গেল কেবিন ১৩০০ টাকা ও ডাবল কেবিন ২৫০০ শত টাকা রাখা হয়।
লঞ্চের সিটের নাম | বর্তমান ভাড়া |
০১. ডেক | ৫০০ টাকা |
০২. সিঙ্গেল কেবিন | ১৩০০ টাকা |
০৩. ডাবল কেবিন | ২৫০০ টাকা |
বরগুনা টু ঢাকা লঞ্চ
এখন নিয়মিত ৫ টি লঞ্চ যাতায়াত করছে এই রুটে। এমকে শিপিং লাইন্স এর পূবালী ১, মেসার্স আরিফ এন্ড কোং লিমিটেড এর নিউ সাব্বির, এমভি অথৈ ১, এমভি মিতালি ৪।
লঞ্চের নাম | ঢাকা থেকে ছাড়ে | বরগুনা থেকে ছাড়ে |
০১. এমভি পূবালী ১ | সন্ধ্যা ৬ টায় | বিকেল ০৪ টায় |
০২. এমভি নিউ সাব্বির | সন্ধ্যা ৬ -৭ টার মধ্যে | বিকেল ০৪ টায় |
০৩. এমভি অথৈ ১ | সন্ধ্যা ৬ -৭ টার মধ্যে | বিকেল ০৪ টায় |
০৪. এমভি মিতালি | সন্ধ্যা ৬ -৭ টার মধ্যে | বিকেল ০৪ টায় |