লক্ষ্মীপুর টু বরিশাল লঞ্চ সময়সূচী

লক্ষ্মীপুর টু বরিশাল লঞ্চ সময়সূচী

প্রতিদিন ঢাকা থেকে বরিশাল, লক্ষ্মীপুর, ভোলা মধু ঘাট উন্নত মানের লঞ্চগুলো দিনরাত যাতায়াত করে। যাত্রীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে প্রার্থনা ঘর ও ওয়াশরুম প্রদান করা হয়েছে। যাত্রা বিরতি সময় দুপুরের লাঞ্চ রাতের খাবার ও হালকা নাস্তার জন্য রেস্টুরেন্ট থেকে সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। ২৪ ঘন্টা নিরাপত্তার জন্য উত্তম সিকিউরিটি সার্ভিস। কম সময়ে দ্রুত গতির ঝুকিমুক্ত লঞ্চ তালিকা গুলো নিচে দেখে নেবেন। পড়ুন লক্ষ্মীপুর টু বরিশাল লঞ্চ সময়সূচী

বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী

বরিশাল থেকে এম ভি ফারহান, এসডি খিজির ৫, দোয়েল পাখি লঞ্চ নিয়মিত বরিশাল, পাতারহাট, ইলিশা, মজুচৌধুরী হাট যাতায়াত করে। এই সকল লঞ্চ গুলোর সময়সূচি টেবিল আকারে দেওয়া হবে। সেখান থেকে পছন্দের টিকিট করে ভ্রমণ করবেন।

লঞ্চের তালিকাছাড়ার সময়
এম ভি ফারহান-০সকাল ৮:০০ মিনিট
এস টি খিজির ৫সকাল ৮:৪৫ মিনিট
পারিজাত ঘাটসকাল ৯:২০ মিনিট
দোয়েল পাখিসকাল ১০:২০ মিনিট
এস টি খিজির ৭সকাল ১১:০০ মিনিট

বরিশাল টু মজু চৌধুরি হাট লঞ্চ সময়সূচি

একযোগে দিন ও রাতে আটলান্টিক ক্রুজ ,পারিজাত, দোয়েল পাখি, এসটি খিজির লঞ্চ গুলো পাওয়া যাবে। এখানে সকল প্রকার ক্যাটাগরি আসন সংখ্যা আছে। অভিজাত ভ্রমণ করতে চাইলে বিলাসবহুল কেবিন নিয়ে বাসা মত করে ভ্রমণ করার সুযোগ রয়েছে। লক্ষ্মীপুর টু বরিশাল লঞ্চ সময়সূচী বিস্তারিত

আরো পড়ুন চট্টগ্রাম টু ভোলা লঞ্চ সময়সূচি

লঞ্চের তালিকাছাড়ার সময়
এম ভি ফারহান-০ভোর- ৫:৪৫ মিনিট সকাল ১০:১৫ মিনিট
এস টি খিজির ৫দুপুর  ২.00 মিনিট
পারিজাত ঘাটসকাল ১২:০০ মিনিট
আটলান্টিক ক্রুজসকাল ১১:০০
এস টি খিজির ৫সকাল ১১:০০ মিনিট

লক্ষীপুর টু বরিশাল লঞ্চ সময়সূচি

চট্টগ্রামের লক্ষীপুর জেলা ইলিশ মাছের রাজধানী। ঢাকা থেকে অসংখ্য মানুষ ইলিশ মাছ কেনার জন্য লক্ষ্মীপুরে যায়। এছাড়াও লক্ষ্মীপুর থেকে অনেক খুচরা ও পাইকারি বিক্রেতার ঢাকায় আসে। তাদের ব্যবসা-বাণিজ্যে উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লঞ্চে সেবা। বরিশাল ও লক্ষ্মীপুর যাতায়াতকারী সকল মানুষের জন্য বরিশাল টু লক্ষ্মীপুর লঞ্চের সময়সূচী তালিকা প্রকাশ করলাম।

লঞ্চের তালিকাছাড়ার সময়
এম ভি ফারহান-০দুপুর- ২:৩০ (বরিশাল  যাবে)।
এস টি খিজির-৭দুপুর- ২:০০ (লক্ষ্মীপুর যাবে)।

০১. ফারহান-০ ছাড়ে ভোর- ৫:৪৫ মিনিট এবং সকাল ১০:১৫ মিনিট।

০২. আটলান্টিক ক্রুজ ১১:০০ মিনিট।

০৩. পারিজাত ১২:০০ মিনিট।

০৪. দোয়েল পাখি ১২:৪০ মিনিট।

০৫. এস টি খিজির ৫ ছাড়বে ২ টায়।

মজু চৌধুরী ঘাট থেকে বরিশাল লঞ্চ ভাড়া

লক্ষ্মীপুর থেকে বরিশাল যাতায়াতকারী বেশিরভাগ মানুষ লঞ্চ যাত্রা বেশি ইনজয় করে। তাই প্রতিটি মানুষের জন্য লক্ষীপুর থেকে বরিশাল, ভোলা, মজু চৌধুরী ঘাট লঞ্চের সময়সূচি জানা অতীব জরুরী। সাশ্রয়ী মূল্যের ভ্রমণের জন্য আরামদায়ক ও বিলাসবহুল লঞ্চের তালিকা আমরা জানাতে সক্ষম হব। যে লঞ্চ গুলো সাইজে অনেক বড় ও ঝুঁকিমুক্ত। মজু চৌধুরী ঘাট থেকে বরিশাল যেতে লঞ্চ ভাড়া ৩৫০ থেকে ৪৫০ টাকা। তবে কেবিন নিয়ে গেলে ভাড়া আরো বেশি পড়বে।

আরো পড়ুন চরফশ্যান টু ঢাকা লঞ্চ চলাচল সময়সূচি

লক্ষীপুর থেকে বরিশাল লঞ্চ ভাড়া

লক্ষীপুর থেকে বরিশাল নদী পথে লঞ্চে বর্তমানে ভাড়া রাখা হয় ৩৫০-৪৫০ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top