প্রিয় লঞ্চ যাত্রী বৃন্দ আপনাদের প্রিয় রুট ভোলা টু ঢাকা পথে আপনারা নিয়মিত গ্রীন লাইন লঞ্চে যাতায়াত করেন। আপনাদের পছন্দের জন্য আমরা সাধুবাদ জানাই। আমরা মানুষ আমরা সবসময় সেরাটা চাই। আর টাকা খরচ করে কোনো সার্ভিস হলে তো কথাই নেই। তাই আজকে আপনাদের প্রিয় যাত্রাপথে পছন্দের লঞ্চ এর সময় সূচি নিয়ে আমাদের আর্টিকেল। তাহলে আর সময় ক্ষেপন না করে শুরু করি আমাদের ব্লগ। ভোলা টু ঢাকা গ্রীন লাইন লঞ্চ সময়সূচি 2025 নিয়ে আমাদের মূল আয়োজন।
আরো পড়ুন ঢাকা টু আমতলী লঞ্চ সময়সূচি
গ্রীন লাইন একটি বহু পুরোনো কোম্পানি। যারা নিয়মিত বাসে যাতায়াত করেন তারা দেখবেন তাদের বাস সেবাটা কেমন। সড়ক পথে বিমানের ছোঁয়া এই কোম্পানির হাত ধরে ই এসেছে। এবং নদী পথে বিমানের ছোঁয়াও কিন্তু প্রিয় ভোলা বাসী এই গ্রীন লাইন বাসের মাধ্যমে সর্ব প্রথম পেতে শুরু করেছে। দিনে দিনে ভোলা থেকে ঢাকা এই স্লোগানকে সামনে নিয়ে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকা দ্রুত গতির লঞ্চ সেবা দিয়ে যাত্রা শুরু করে গ্রীন লাইন কোম্পানি। অবশ্য নদীপথে তারা বরিশাল রুটে অনেক আগেই সেবা দিয়ে আসছিলো। সেবার মান ভালো হওয়ার কারনে খুব দ্রুত যাত্রীদের কাছে কদর বাড়তে থাকে গ্রীন লাইন লঞ্চের। এবং এখনো চলোমান।
ভোলা টু ঢাকা গ্রীন লাইন লঞ্চ সময়সূচি
দ্বীপজেলা ভোলার একমাত্র ইলিশা খেয়াঘাট থেকে আপনি এই লঞ্চ পাবেন। এবং প্রতিদিন গ্রীন লাইন ২ অথবা গ্রীন লাইন ৩ লঞ্চ দুপুর ০২.৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনি গ্রীন লাইন লঞ্চের সেবা অন্য কোনো লঞ্চে পাবেন না। কিন্তু একই রুটে আরো অনেক লঞ্চ সেবা দিয়ে থাকে। যারা ভোলার লালমোহন, দৌলতখান, ভোলা সদর, তজুমদ্দীন সহ আশেপাশের উপজেলা থেকে দিনে অল্প সময়ে ঢাকা যেতে চান সবাই বাস যোগে ২ টার মধ্যে ভোলা লঞ্চ ঘাটে থাকলে এই লঞ্চটি পাবেন।
ক্রমিক নাম্বার | লঞ্চের নাম | ইলিশা ছেড়ে ছাড়ার সময় |
০১ | গ্রীন লাইন ২/৩ | দুপুর ০২.৩০ মিনিট |
ঢাকা টু ভোলা গ্রীন লাইন লঞ্চ সময়সূচি
যারা একবার গ্রীন লাইন লঞ্চে ভ্রমণ করেছেন তারা বারবার করতে চাইবেন। তাই যেসব যাত্রী আবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলার উদ্দেশ্যে যাবেন তাদের জন্য নিয়ে এসেছি সু খবর। আপনি ইচ্ছে করলে দিনে দিনে প্রিয় ভোলাতে আসতে পারেন। তার জন্য আপনাকে সকাল ০৮.৩০ মিনিটের আগে লঞ্চ ঘাটে থাকতে হবে। প্রতিদিন গ্রীন লাইন ২/৩ সকাল সাড়ে ৮ টায় ঢাকা থেকে ভোলা ইলিশা লঞ্চ ঘাটের দিকে ছেড়ে যায়।
ক্রমিক নাম্বার | লঞ্চের নাম | ঢাকা ছেড়ে ছাড়ার সময় |
০১ | গ্রীন লাইন ২/৩ | সকাল ০৮.৩০ মিনিট |
ঢাকা টু ভোলা গ্রীন লাইন লঞ্চ ভাড়া
ভোলা টু ঢাকা এই জনপ্রিয় রুটে প্রথম দিকে ভাড়া কিছু বেশি হলেও পরে তা কমিয়ে আনে গ্রীন লাইন লঞ্চ কর্তৃপক্ষ। এখন প্রতিটি ইকোনোমি ক্লাসে সিটের ভাড়া রাখা হচ্ছে ৪০০ টাকা। যারা বিজনেস ক্লাসে ভ্রমণ করতে চান তারা যেতে পারবেন তাদের জন্য ভাড়া ধরা হচ্ছে ৫০০ টাকা। যেটা আগে আরো বেশি ছিল।
ক্রমিক নাম্বার | লঞ্চের সিট | ভাড়ার পরিমাণ |
০১. | ইকোনমি | ৪০০ টাকা |
০২. | বিজনেস | ৫০০ টাকা |
ঢাকা টু ভোলা গ্রীন লাইন লঞ্চ নাম্বার
অনেক যাত্রা ভাইবোন আছেন তারা চাচ্ছেন ঘরে বসে গ্রীন লাইন লঞ্চের লোকজনের সাথে যোগাযোগ করতে চান । কোনো সমস্যা নেই তাদের জন্য প্রয়োজনীয় তথ্য নিয়ে এসেছি আমরা। তাদের মোবাইল নাম্বার হলো। 09613316557 । এছাড়া আপনি যদি তাদের কে কল করে না পেয়ে ফোন করতে চান তাহলে +88 02 8331302, +88 02 8331303, +88 02 8331304 এইসব নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশাকরি আপনার দরকারি তথ্যটি পাবেন।
আমাদের শেষ কথা
অনেক সময় নিয়ে আমাদের ভোলা টু ঢাকা গ্রীন লাইন লঞ্চ সময়সূচি 2025 লেখাটা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তথ্য গুলো যদি অন্যদের মাঝে শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করতে পারবেন।