ঢাকা টু হাকিমুদ্দিন লঞ্চ সময়সূচি ও কেবিন বুকিং

ঢাকা টু হাকিমুদ্দিন লঞ্চ নাম্বার,

ঢাকা হতে হাকিমুদ্দিন রুট ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লালমোহন উপজেলার অনেক যাত্রী এখন এই রুট দিয়ে নিয়মিত যাতায়াত করে। এই রুট থেকে সরাসরি একটি লঞ্চ ছেড়ে যায় তা হলো এমভি শতাব্দী বাঁধন। দুর্দান্ত ডেকারেশন ও স্পীডের জন্য অল্প কিছুদিনের মধ্যেই লঞ্চ বেশ সাড়া ফেলেছে  এই রুটের যাত্রীদের মধ্যে। প্রতিদিন সন্ধ্যা ০৬.০০ টায় হাকিমুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে শতাব্দী বাঁধন। আবার সকাল ০৮.৩০ মিনিটে ডে সার্ভিস নিয়ে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। তবে এটি ছাড়াও ঢাকা টু বেতুয়া লাইনের ও মনপুরা হাতিয়া লাইনের  প্রায় সব লঞ্চ এখানে ঘাট করে। তাশরিফ ৩, ৪, ফারহান ১০, ৬, টিপু, ১৩, ১৪, কর্ণফুলী সিরিজের সব লঞ্চ এখানে ঘাট করে। সন্ধ্যা ৬ টা থেকে ৮.৩০ পযন্ত অনায়াসে এই ঘাটে লঞ্চ পাবেন। এই রুটে নতুন করে যুক্ত হয়েছে এম ভি নিউ সাব্বির ৩ ও এম ভি রাজারহাট বি লঞ্চ গুলো। পড়ুন ঢাকা টু হাকিমুদ্দিন লঞ্চ সময়সূচি

ঢাকা থেকে : সন্ধ্যা ০৬.০০ টা হতে ০৮.০০ পযন্ত লঞ্চ পাবেন।

হাকিমুদ্দিন হতে: সন্ধ্যা ০৬.০০ টা হতে ০৮.০০ পযন্ত লঞ্চ পাবেন।

বিঃদ্রঃ এই রুটে ডে সার্ভিস ও চলে। চাইলে দিনে দিনে আসা যাওয়া করতে পারবেন

আরো পড়ুন

 

ঢাকা টু হাকিমুদ্দিন লঞ্চ নাম্বার

ঢাকা থেকে হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে বেতুয়া ঘাটের সব লঞ্চ এখানে ঘাট দেয়। তাই এই রুটের যাত্রীরা অনেক সহজেই নিছের পছন্দ মতো লঞ্চ বেছে নিতে পারে। নিচে ঢাকা থেকে হাকিমুদ্দিন যাওয়া যাবে এরকম কিছু লঞ্চের কেবিন বুকিং এর নাম দেওয়া হলো:

লঞ্চের নামলঞ্চ নাম্বার
০১. তাশরিফ ৩০১৩১২৪৭৬৮২৮  
০২. ফারহান ৬০১৭৫৫-৯৪৯০৬০
০৩. তাশরিফ ৪  ০১৩১২-৪৭৬৮২৮
০৪. কর্ণফুলী ১২  ০১৭৯৮৫১৬৭২৬
০৫. কর্ণফুলী ১৩  ০১৭৭৯৯৭২৬৪০
০৬. টিুপু ১৩  ০১৩২৫৮৯৩৯২৫, ০১৮৫১৮২৮২৫৯
০৭. টিপু ১৪  ০১৩২৫-৮৯৩৯২৬  
০৮. ফারহান ৫  ০১৭৯৮২৮৮৬৯২, ০১৭৮৬৭২১৩৪৩
০৯. শতাব্দী বাঁধন০১৭৫৫-৭৭৩৭৭

শতাব্দী বাঁধন লঞ্চ নাম্বার

হাকিমুদ্দিন থেকে ঢাকা যাওয়ার যাত্রীদের প্রথম পছন্দ শতাব্দী বাঁধন। তাই অনেকে অনলাইনে এই লঞ্চের কেবিন বুকিং দেওয়ার জন্য মোবাইল নাম্বার খোঁজ করেন। আপনাদের প্রয়োজনে লাগা কেবিন বুকিং এর নাম্বার টি হলো ০১৭৫৫-৭৭৩৭৭। এই নাম্বারে কল দিলে কেবিন বুকিং দিতে পারবেন।

ঢাকা টু হাকিমুদ্দিন লঞ্চ ভাড়া

ঢাকা থেকে হাকিমুদ্দীন বর্তমানে খুব জনপ্রিয় একটা রুট। এখানে ডেকে যাত্রীদের ভাড়া ৪০০-৫০০ টাকা করে রাখা হয়। এছাড়া সিঙ্গেল কেবিন ১০০০ টাকা ও ডাবল কেবিন এর ভাড়া রাখা হয় ২২০০ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top