চট্টগ্রাম টু ভোলা লঞ্চ সময়সূচি

চট্টগ্রাম টু ভোলা লঞ্চ সময়সূচি

প্রিয়া যাত্রী বন্ধুরা সবাই কেমন আছে। অনেকেই জেনে খুশি হবেন যে চট্টগ্রাম থেকে সরাসরি এখন থেকে লঞ্চ যোগে আপনি প্রিয় ভোলাতে যেতে পারবেন। আজকের পোষ্ট কোন কোনা লঞ্চ চলাচল করে এবং তাদের সময়সূচি । সাথে কোন লঞ্চে কোন সিটের ভাড়া কেমন তা নিয়ে   একটি বিস্তারিত আলোচনা থাকছে। পড়ুন চট্টগ্রাম টু ভোলা লঞ্চ সময়সূচি

চট্টগ্রাম টু ভোলা চলাচলকারী লঞ্চের নাম

এই রুটে প্রথম লঞ্চ চালু করে কর্ণফুলী ক্রুজ লাইন কোম্পানি। প্রথমে তার ২ টি লঞ্চ দিয়ে তাদের ব্যবসা শুরু করে। প্রথম হলো কর্ণফুলী এক্সপ্রেস ও আরেকটি হলো এমভি বারো আউলিয়া।

আরো পড়ুন: ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চ চলাচল সময়সূচি

চট্টগ্রাম টু ভোলা লঞ্চ সময়সূচি

মূলত ঈদের মৌসুমে ভালো জমে এই রুট। ঈদুল ফিতরের সময় ২ টি এবং অন্যান্য সময় ১ লঞ্চ সার্ভিস দেয় এই রুটে। লঞ্চটি প্রতিদিন একদিন পর পর চট্টগ্রাম থেকে সকাল ৮ টায় ছাড়ে। আবার ভোলার বেতুয়া ঘাট থেকে সকাল ৮ টায় ছাড়ে। লালমোহন মঙ্গলসিকাদার ঘাট থেকে সকাল ৯ টায় ও তজুমদ্দিন ঘাট থেকে সকাল সাড়ে দশটায় ছেড়ে আসে চট্টগ্রামে উদ্দেশ্যে।

ভোলা হতে চট্টগ্রাম লঞ্চের ভাড়া

চট্টগ্রাম টু ভোলা লঞ্চের ভাড়া তুলনামূলক খুব একটা বেশি নয়। পথ হিসেবে বলা যায় যাত্রীদের অনুকূলে। নিচে পূর্ণ একটি তালিকা তুলে ধরলাম ভাড়ার।

ক্রমিক নংসিটের নামছাড়ার স্থানগন্তব্য স্থানভাড়ার পরিমান
০১.সিঙ্গেল কেবিনচট্টগ্রামবেতুয়া১৬০০ টাকা
০২.টুইন কেবিনচট্টগ্রামবেতুয়া৩৪০০ টাকা
০৩.ভিআইপি কেবিনচট্টগ্রামবেতুয়া৪২০০ টাকা
০৪.ভিভিআইপি কেবিনচট্টগ্রামবেতুয়া৫৪০০ টাকা
০৫.ইকোনোমি চেয়ারচট্টগ্রামহাতিয়া৬০০ টাকা
০৬.ইকোনোমি চেয়ারচট্টগ্রামঢালচর৬৫০ টাকা
০৭.ইকোনোমি চেয়ারচট্টগ্রামমনপুরা৭০০ টাকা
০৮.ইকোনোমি চেয়ারচট্টগ্রামতজুমদ্দিন৮০০ টাকা
০৯.ইকোনোমি চেয়ারচট্টগ্রামমঙ্গলসিকদার৯০০ টাকা
১০.ইকোনোমি চেয়ারচট্টগ্রামবেতুয়া১০০০ টাকা
১১.ডেকচট্টগ্রামহাতিয়া৫০০ টাকা
১২.ডেকচট্টগ্রামঢালচর৫৫০ টাকা
১৩.ডেকচট্টগ্রামমনপুরা৬৫০ টাকা
১৪.ডেকচট্টগ্রামতজুমদ্দিন৭৫০ টাকা
১৫.ডেকচট্টগ্রামমঙ্গলসিকদার৮৫০ টাকা
১৬.ডেকচট্টগ্রামবেতুয়া৯৫০ টাকা

আমাদের শেষ কথা

বর্তমানে ঈদুল আযহা উপলক্ষে এমভি বারো আউলিয়া আবার চালু হয়েছে। ৪-৬ জুন এবং ১১-১৪ জুন চট্টগ্রাম থেকে ভোলা রুটে চলাচল করবে লঞ্চ । চট্টগ্রাম সদরঘাট থেকে ছাড়ে লঞ্চটি। আমাদের চট্টগ্রাম টু ভোলা লঞ্চ সময়সূচি ভালো লাগলে শেয়ার করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top