বাংলাদেশে সবচেয়ে কম উপজেলা নিয়ে গঠিত উপজেলা হলো কর্ণফুলী উপজেলা। মাত্র ৫ ইউনিয়ন পরিযদ নিয়ে এই উপজেলা গঠিত হয়। আগে এই ৫ ইউনিয়ন ছিল পটিয়া উপজেলার আওতাধীন। একটা মজার বিষয় এই ইউনিয়ন গুলোর মানুষ আগে সাংসদ নির্বাচনে ভোট দিত আনোয়ার-কর্ণফুলী আসনে আর উপজেলার সুবিধা নিত পটিয়া উপজেলা থেকে। পরে ২০১৬ সালের ৯ ই মে একে উপজেলা ঘোঘণা করে সরকার। নিচে ইউনিয়ন পরিষদ গুলোর নাম দেওয়া হলো। পড়ুন কর্ণফুলী উপজেলা ইউনিয়ন সমূহ
০১. চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ
০২. চরলক্ষ্যা উনিয়ন পরিষদ
০৩. শিকলবাহা উনিয়ন পরিষদ
০৪. জুলধা উনিয়ন পরিষদ
০৫. বড় উঠান উনিয়ন পরিষদ
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
প্রায় ৩ লক্ষ মানুষের জন্য নতুন তৈরি হওয়া কর্ণফুলী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৬ জন বিসিএস চিকিংসক সহ আরো অনেক কর্মকর্তা কর্মরত। কিছুদিন আগেই অন্তবর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা এই হাসপাতালকে ৫০০ শয্যায় উপনিত করার উদ্যোগ নিয়েছেন। বর্তমানে ৫০ শয্যা নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে।
কর্ণফুলী উপজেলা পোস্ট কোড
প্রতিটা স্থানকে আলাদা ভাবে নির্ণয় করার জন্য আলাদ একটা নাম্বার দেওয়া হয়। এছাড়া পোষ্ট অফিসের এরিয়া ভাগ করতে গিয়ে বিভিন্ন জায়গাকে আলাদা সংখ্যা দিয়ে বিবেচনা করা হয়। কর্ণফুলী উপজেলার পোষ্টাল কোড ৪৩৭১।
কর্ণফুলী উপজেলার সাক্ষরতার হার
নদীঘেষা উপজেলা হলেও এখানে শিক্ষার মান খুব একটা খারাপ নয়। এখানে ২ টি কলেজ সহ অনেক ভালো মানের উচ্চ বিদ্যালয় আছে। এছাড়া ভালো মানের সরকারি প্রাইমেরি স্কুল আছে। যাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো এ জে চৌধুরি ডিগ্রি কলেজ, আয়ুব-বিবি স্কুল এন্ড কলেজ (কলেজ শাখা), আয়ুব-বিবি স্কুল এন্ড কলেজ (স্কুল শাখা), আছিয়া মোতালেব রেজিয়া নাসরিন উচ্চ বিদ্যালয়, চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়,আজিক হকিম স্কুল এন্ড কলেজ, কালারপোল উচ্চ বিদ্যালয়, ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিভার ভিউ স্কুল এন্ড কলেজ সহ আরো অসখ্য শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর একটি উপজেলা। এখানে সাক্ষরতার হার ৫২.১%।
কর্ণফুলী উপজেলার পত্র পত্রিকা
এই উপজেলা থেকে বর্তমানে একটি অলনাইন নিউজ পোর্টাল চালু রয়েছে। যার নাম নবীণ কন্ঠ। এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ বেলায়েত হোসেন।
আরো পড়ুন লালমোহন উপজেলার ইউনিয়ন সমূহ
কর্ণফুলী উপজেলা ভূমি অফিস
জায়গা জমির বিভিন্ন কাজের জন্য উপজেলার রয়েছে ভূমি অফিস। এর ঠিকানা হলো অস্থায়ী উপজেলা পরিষদ ভবন। ৩য় তলা। যেখানে যেতে হবে আপনাকে শিকলবাহা ক্রসিং এ গিয়ে রিভার ভিউ কমিউনিটি সেন্টার বললেই হবে। এছাড়া ভূমি অফিসের মোবাইল নাম্বার হলো ০১৭৩৩৩৩৪৩৪২। আপনি চাইলে ই মেইল ও করতে পারেন unokarnafuli@mopa.gov.bd এই ঠিকানা
কর্ণফুলী উপজেলার বিখ্যাত ব্যক্তি
সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু, সাংসদ আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কৃষি উদ্যেক্তা নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজিম আলী, ব্যবসায় লায়ন্স হাকিম আলী।
কর্ণফুলী উপজেলা ম্যাপ
৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই কর্ণফুলী উপজেলার মোট আয়তন ৫৫.৩৬ বর্গ কিলোমিটার (১৩,৬৭৯ একর)। এর দক্ষিণাংশে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ২২°১৪´ থেকে ২২°১৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৭´ থেকে ৯১°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কর্ণফুলী উপজেলার অবস্থান। ২০১১ সালের আদমশুমারি তথ্য মতে কর্ণফুলী উপজেলার মোট জনসংখ্যা ১,৬২,১১০ জন। এর মধ্যে পুরুষ ৮৩,৭১৭ জন এবং মহিলা ৭৮,৩৯৩ জন। মোট পরিবার ২৯,৯৭৫টি।[২]
কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান
এখন উপজেলার কেউ দায়িত্বে নেই। ৫ ই আগষ্ট আওয়ামী লীগ সরকার ছাত্র আন্দোলনে পতনের পর আওয়ামী লীগের আমলে নির্বাচিত সবাই আত্নগোপনে আছে। এর আগে উপজেলার চেয়ারম্যান ছিলেন ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান ছিলেন আমির আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন ফারহানা মোমতাজ
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা
বর্তমানে কর্ণফুলী উপজেলার হী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুমা জান্নাত । তিনি ৩৫ তম বিসিএস কর্মকর্তা। তিনি ১১ ফেব্রুয়ারী ২০২৪ সালে ইউএনও হিসেবে যোগদান করেন। ইউএনও অফিসে যোগাযোগের বিভিন্ন মাধ্যম আপনাদের জন্য তুলে ধরা হলো: অফিসের ফোন নাম্বার : ০১৭৩৩৩৩৪৩৪২, ০১৭৩৩৩৩৪৩৪। এছাড়া ইমেল আইডি হলো unokarnafuli@mopa.gov.bd।
কর্ণফুলী থানার ওসি
২০২৪ সালের ১৭ ই ডিসেম্বর থেকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মুহাম্মদ শরীফ।
আমাদের কর্ণফুলী উপজেলা ইউনিয়ন সমূহ লেখটা দরকারি মনে হলে শেয়ার করুন।
Pingback: লালমোহন উপজেলার ইউনিয়ন সমূহ Priyo Bangladesd Inf