অনেক এসএসসি পরীক্ষার্থীরা সাথে তাদের অবিভাককরা অনেক এখন অনলাইনে নিয়মিত সার্চ করছেন রেজাল্ট কবে দিবে এরকম। অনেকে এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট কেউবা এসএসসি রেজাল্ট কিভাবে দেখা যায় এসব টপিক। আজকের আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরকম দরকারি একটি ব্লগ। দেখুন এস এস সি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবো
এস এস সি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবো
কিভাবে আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন তা নিয়ে আমাদের আজকের আয়োজন। পুরো লেখা পড়লেই বুঝতেই পারবেন।
এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
দশ বছরে স্কুল লাইফে সেরা জার্নি শেষ হয় এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার মাধ্যমে। বেশি কিছু করতে হবে। এখানে এসএসসি দেখার রেজাল্ট দেখতে চাইলে লিংকে ঢুকে নিজের সব তথ্য দিলেই পেয়ে যাবেন। এছাড়া বর্তমানে এটাতে দেখতে না পেলে আপনার মোবাইল থেকে মেসেজে পরীক্ষার নাম, বোর্ডে নাম তিন অক্ষর, রোল নম্বর, বছর এই চারটা স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে । ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে আপনার রেজাল্ট।
আরো পড়ুন: পৃথিবী ও মহাবিশ্ব এক রহস্যময় সৃষ্টি
রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট
এটা করতে হলে শুধুমাত্র একটায় নিয়ম হলো মোবাইল থেকে মেসেজ করা। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন পরীক্ষার নাম, বোর্ডের নাম প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার সাল। যেমন ংংং ফযধ ২৫৩২২৭ ২০২৪ এটা লিখে যেকোনো অপারেটর থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। মুহূর্তের মধ্যেই হাতে পেয়ে যাবেন এসএসসি রেজাল্ট।
মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট
রেজাল্ট দেখার অনেকগুলো ওয়েবসাইট আছে। তবে রেজাল্ট পাবলিশ হওয়ার দিন আপনি চাইলে ওগুলো ঢুকতে নাও পারেন। কেননা সেদিন বেশি পারিমাণে ভিজিটর সাইটের একসেস নেওয়ার কারণে সাইট লোডিং দেখায়। নিচে রেজাল্ট দেখার কিছু সাইট এর লিংক দেওয়া হলো।
অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম
অনলাইনে রেজাল্ট দেখার অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। আপনি চাইলে বিভিন্ন শিক্ষাবোর্ডে ওয়েবসাইটে গিয়ে এসএসসির রেজাল্ট দেখতে পারেন। নিচে কয়েকটি রেজাল্ট দেখার সাইটের লিংকা দেওয়া হলো।
শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম
উপরের নিয়মের মতো এটা করতে পারবেন। মেসেজে গিয়ে লিখবেন এক্সামের নাম, বোর্ডের নাম, রোল নাম্বার ও বছর। মনে রাখতে হবে প্রতিটা লিখার মাঝে স্পেস বা একটু খালি রাখতে হবে। ঝঝঝ ঈঐঅ ১২৩৪২৫ ২০২৪ লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে সাথে সাথে পেয়ে যাবেন রেজাল্ট। এখানে সংক্ষিপ্ত আকারে মার্কশিট ও পেয়ে যাবেন। কোন বিষয়ে কত গ্রেড পেয়েছেন তা জানতে পারবেন।
এসএসসি রেজাল্ট কত তারিখে দিবে
সবার মনে একটায় প্রশ্ন এসএসসি পরীক্ষার রেজাল্ট কত তারিখে দিবে। অল্প কয়েকদিন আগে ৫ই মে রেজাল্ট দেওয়ার একটা ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল হয় ফেইসবুকে। পরে শিক্ষাবোর্ড সেটাকে ভুয়া বলে একটা নতুন বিজ্ঞপ্তি দেয়। মূলত এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি। তবে মে মাসের শেষের দিকে রেজাল্ট দিবে এসএসসি পরীক্ষার।
এসএসসি রেজাল্ট ২০২৫
সবাই অপেক্ষায় আছে নিজের পরিচিত ছাত্রছাত্রীর কাঙ্কিত এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে। আজকের বøগে নিজে কয়েকটি শিক্ষাবোর্ডের রেজাল্ট কিভাবে বের করবেন তা দেওয়া হলো লিংকের মাধ্যমে। আশারি যে যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তা সহজেই দেখতে পারবেন। আর নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে দেওয়ার লাভ হলো এখানে লোড কম পড়বে লোডিং করবে না সাইট। মূল ওয়েবসাইটে অনেক মানুষের একসাথে ডুকার কারণে একসেস পাওয়া যাবে না। তাহলে দেখুন আপনার নিজের বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট।
১ ঢাকা বোর্ড
২ চট্টগ্রাম বোর্ড
২ কুমিল্লা বোর্ড
৩ খুলনা বোর্ড
৪ রাজশাহী বোর্ড
৫ বরিশাল বোর্ড
৬ দিনাজপুর বোর্ড
৭ রাজশাহী বোর্ড
এসএসসি রেজাল্ট চেক
পরীক্ষার্থীর বন্ধুরা বাংলাদেশে প্রচলিত ভাবে এখনো পর্যন্ত দুইভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করা যায়। এক, অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। দুই হলো নিজের স্মার্টফোনে এসএমএস এর মাধ্যমে।
একসময় পাবলিক পরীক্ষার রেজাল্ট চেক করা অনেক কষ্ট সাধ্য ছিল। কেবল নিজে বিদ্যালয় থেকে পরীক্ষার তথ্য জানা যেত। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যালয়ে ভিড় জমাতে হতো পরীক্ষার্থীদের। তবে এখন আর সে কষ্ট করতে হচ্ছে না। ঘরে বসেই উপরের দুই নিবে রেজাল্ট চেক করা যায়। নিচে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এসএসসি রেজাল্ট ২০২৫ কবে দিবে
এই বছর যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদের মনে একটায় প্রশ্ন কবে রেজাল্ট দিবে। এটা পাওয়ার পর দশ বছরের স্কুল শিক্ষার সমাপ্তি ঘটবে। কলেজ লাইফে প্রবেশ করবে। যারা ভালো পরীক্ষা দিয়োছো তাদের মনে যেমন আনন্দ আবার যারা খারাপ পরীক্ষা দিয়েছো তারা ভাবছো কোনো মতে টপকালেই হয় বেশি নাম্বার চাইনা। যাই হোক কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ায় ৭ ই জুলাই রেজাল্ট দিবে একটা পোষ্ট ভাইরাল হয়েছিল। পরে সেটা শিক্ষা বোর্ড একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাই ভুয়া ছিল। তারা এখনো রেজাল্ট তৈরি করছে সেটা সম্পূর্ন হয়নি। এদিকে নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ২ মাসের মধ্যে রেজাল্ট দেওয়া হয়। সে হিসেবে রেজাল্ট দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে ১০ ই জুলাই ।
অনলাইনে যেভাবে রেজাল্ট দেখবেন
প্রথমেই বাংলাদেশ শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ওখানে একটা ছক দেখতে পারবেন। ছকের পাশে আপনার সব সঠিক তথ্য পূরণ করলেই পেয়ে যাবেন কাঙ্কিত রেজাল্ট। তবে মনে রাখা ভালো দুপুরের দিকে কিন্তু আপনি সব সঠিক দিলেও আপনার রেজাল্ট না দেখাতে পারে কিংবা আপনি সাইট ওপেন করতে পারবেন না বিভিন্ন এরর দেখাবে। এর কারণ হলো সেদিন একসাথে অনেক লোক সাথে রেজাল্ট দেখার চেষ্টা করে তাই এই সমস্যা হয়ে থাকে। পরে এটা স্বাভাবিক হয়ে যায়। ছকে আপনার কাছে জানতে চাইবে।
১. আপনার পরীক্ষার নাম যেমন এসএসসি বা যেটা দিয়েছেন সেটা দিবেন
২. কোন বছর পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন সেটা।
৩. কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন তার নাম দিবেন।
৪. রোল নম্বর দিবেন।
৫. রেজিষ্ট্রেশন নাম্বার দিবেন ।
৬. শেষে দুটি সংখ্যা দেওয়া থাকবে তার যোগফল যা হয় তা দিবেন।
৭. পরিশেষে সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে সব।
এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট
নিজের হাতে থাকা মোবাইল স্মাট ফোন দিয়ে ঘরে বসে রেজাল্ট জানতে চাইলে । প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পরীক্ষার নাম, আবার স্পেস দিয়ে লিখুন যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তার তিন অক্ষর, এর পর আপনার প্রবেশপত্রে থাকা পরীক্ষার রোল নম্বর, আবার স্পেস দিয়ে লিখুন যে বছর পরীক্ষা দিয়েছেন তার সাল। এটা শেষ হলে সবার শেষে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজ আপনাকে জানিয়ে দেওয়া হবে উত্তর। আপনার সুবিধার জন্য নিচে উদাহরণ দেওয়া হলো: (SSC DHA ২২৩৪৫২ ২০২৪ )