এডসেন্স এর সেরা বিকল্প এড নেটওয়ার্ক


প্রিয় বন্ধুরা কেমন আছো। নতুন ওয়েবসাইট খুললেই আমাদের মাথায় পোকা ঢুকে কিভাবে টাকা ইনকাম করবো। আর কিছুটা ঘাটাঘাটি করে কিন্তু আমরা বিভিন্ন ব্লগ সাইট তৈরি করি। চিন্তা থাকে একটা বøগ সাইট খুলবো নিয়মিত কিছু পোষ্ট করবো। এর ফাঁকে গুগল সহ ভালো কিছু এড নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে সাইট থেকে টাকা ইনকাম করবো। এডসেন্স এর সেরা বিকল্প তবে মনে রাখা উচিত কেবল বিভিন্ন এড নেটওয়ার্কের সাথে যুক্ত হলেই যে আপনার একাউন্ডে ডলারের পর ডলার এসে জমা পড়ে যাবে ঘটনা এমন নয়। সাইটে এড নেটওয়ার্ক যুক্ত করার পর আপনি কত টাকা ইনকাম করবেন সেটা নির্ভর করে সম্পূর্ন আপনার কাজের উপর। যত বেশি সাইটে সময় দিবেন, ইউনিক আর্টিকেল লিখবেন তত ভিজিটার বাড়বে সাথে বাড়বে ইনকামও। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় সাইটের বিজ্ঞাপন গুলো ইউজার ফ্রেন্ডলি হওয়া। আজকের ইউজার ফ্রেন্ডলি বিজ্ঞাপন দেখায় ভিজিটরদের এরকম কিছু এড নেটওয়ার্ক সাইট নিয়ে কথা বলবো। তেমনি কিছু এড নেটওয়ার্ক হলো ম্যাগিড, এডস্কীপার, ন্যাভিটক্লিক। এসব সাইটের বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে।

Mgid


ম্যাগিড এড নেটওয়ার্কটি কে আমি সবার উপরে রাখবো। ওদের বিজ্ঞাপন গুলো এত ইউজার ফ্রেন্ডলি হয় যে। প্রতি ১০০ টা ইম্প্রেশনে প্রায় ২০+ ক্লিক পড়ে। এদের বিজ্ঞাপন দেখার স্টাইল আপনার কাছে বিজ্ঞাপনই মনে হবে না। মনে হবে এটাও আপনার সাইটের কোনো আর্টিকেল। যেমন: আপনার একটা আর্টিকেল হলো শরীর সুস্থ রাখতে বাদ দিতে হবে যেসব খাবার। আপনার এই লেখার মাঝখানে ওরা বিপনজ্ঞাপন দেখাবেন কোন ধরনের খাবার খেলে চিকন হবেন। আবার দেখায় স্বাস্থ্য সুরক্ষায় গ্রিণ কফি। ভিজিটর এগুলোও আপনার সাইটের অন্য আর্টিকেল ভেবে ক্লিক করে থাকে। এই ম্যাগিড এড নেটওয়ার্কের সবচেয়ে বড় সুবিধাটা এখানে। গমরফ এর বিজ্ঞাপন প্রদর্শনী আপনার সাইটের লেখার সাথে মিলিয়েই দেয়। তাই অধিক টাকা ইনকাম করতে চাইলে এখুনি আপনার সাইটকে ম্যাগিড এর সাথে যুক্ত করুন।

Mgid network review


অনলাইনের বাজারে বেশিরভাগ দখল আমেরিকায়। তেমিন ম্যাগিড হলো একটি আমেরিকান এড নেটওয়ার্ক। এর হেড অফিস হলো ক্যালফোনিয়া রাজ্যের সান্তা মনিকা অঞ্চলে। এছাড়া ইউরোপে এদের অফিস আছে। এড নেটওয়ার্ক সার্ভিসটি তারা দীর্ঘ ১৫ বছর যাবত দিয়ে আসছে। গ্রাহকদের সেবা দিতে ১২ টির মতো অফিস আছে। সাড়া বিশ্বে তাদের ৭০০ শত’র মতো কর্মচারী আছে। বিশ্বের ২০০ টি দেশে ম্যাগিড তাদের প্রকাশক ও বিজ্ঞাপন দাতাদের জন্য কাজ করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা বাংলা ভাষা সহ পৃথিবীর প্রায় ৭০ টির মতো ভাষার ওয়েবসাইটকে নিজেদের এড নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ করে দিয়েছে।

Mgid publisher Requirements


অন্যান্য এড নেটওয়ার্ক থেকে ম্যাগিড নেটওয়ার্কে সাইট কানেক্ট করতে গিয়ে কোনো জামেলা নেই বললে চলে। যেমন গুগল এডসেন্সের জন্য তাদের একটি কোড আপনার সাইটে কানেক্ট করা লাগে। আবার ইজোইক এড নেটওয়ার্কে সাইট কানেক্ট করতে গেলে তাদের সার্ভার আপনার হোস্টিং প্যানেলে গিয়ে যুক্ত করা লাগে। সেই হিসেবে বলতে গেলে ম্যাগিড এড করতে কোনো জামেলা নেই। আপনি শুধু একটা জিমেইল দিয়ে সাথে আপনার সাইট ও কিছু প্রাথমিক তথ্য দিলেই হয়ে যাবে। আরো একটা ভালো দিক হলো তারা খুব দ্রæত সাইট রিভিউ করে এবং উপযুক্ত হলে এপ্রæভ না হলে সাইট রেটিং লো বলে রিজেক্ট করে দেয়। ম্যাগিড এড নেটওয়ার্ক ব্যবহার করতে হলে শুধু একটায় রিকুয়ারমেন্ট সেটা হলো আপনার সাইটের দৈনিক ৩০০০ ইউনিক ভিজিটর লাগবে। ব্যস এই শর্তটা পূরণ করতে পরলেই তারা এপ্রæভাল দিয়ে দিবে। সাইটে কত কন্টেন আছে বা ইউজার ফ্রেন্ডলি এসব কিছু তাদের কাছে বিবেচনায় থাকে না। কেবল ৩০০০ দৈনিক ভিজিটর থাকলেই আপনার সাইটে ম্যাগিড এড নেটওয়ার্ক যুক্ত করতে পারবেন।

Adskeeper ad network


আমেরিকার আরেকটি জনপ্রিয় এড নেটওয়ার্ক হলো এডকিপার। এটার কাজ প্রায় ম্যাগিড এর মতো। তারা পাবলিশার সাইটে এমন ভাবে বিজ্ঞাপন দেখায়। ভিজিটর তাকে সাইটের মূল আর্টিকেল ভেবে ক্লিক করে বসে। আর ভালোই মুনাফা লুটে পাবলিশার। ২০১০ সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠত এড নেটওয়ার্ক কোম্পানি এটি। তাদের প্রতিষ্ঠাতাদের মধ্য অন্যতম স্কট কুরনিট, স্টিভ নেইকার, টড সলোন, ম্যারিয়েন ভ্যাকিডেল, ব্রুস উইন্টন ও স্কট গার্মেসি। এডকিপারের যেসব ক্লাইন্টরা বিজ্ঞাপন দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম ম্যাকডোনাল্ট, নেক্সটেগ, কিয়া মটরস, কেমার্ট, পেপসি, জেটবøু ও গ্যাপ সহ আরো বিশ্ব বিখ্যাত সব ব্যান্ড।

Adskeeper Requirements


এডকিপার এড নেটওয়ার্ক এর রিককয়ারমেন্ট অনেক ম্যাগিড এর মতো। তার তাদের কোনো পাবলিশার সাইট ডেইলি ৩০০০ হাজার মানে মাসে ৯০০০০ হাজার ভিজিটর দেখাতে বলে। এবং এবং ভিজিটর ইউনিক হতে হবে। তবেই তারা কোনো সাইট এপ্রæভ করবে। এছাড়া যদি কোনো সাইট তাদের কাছে এপ্রæভালের জন্য আবেদন করে তখন তার দ্রæত রিপ্লাই দিবে ঠিকই। কিন্তু গুগল এনালাইসিস দেখে ডেইলি তিন হাজার ইউনিক ভিজিটর না পেলে ওই সাইটকে লো রেটিং সাইট হিসেবে গণ্য করে। তবে একটা সাইট কেবল একবার তারা এলাউ করে। ধরেন, প্রথমে আপনি লো রেটিং পেলেন কিন্তু নিয়মিত কাজ করার ফলে আপনার সাইট দ্রæত গ্রো হতে লাগল এবং মাসে ৯০০০০ হাজার ভিজিটর ছাড়িয়ে গেল তখন তাদের প্রথম যে ইমেল দিছিলো ওটাতে গিয়ে মেসেজ করলে আপনি সাথে সাথে সাড়া পাবেন।

Nativclick


ন্যাটিভ ক্লিক হলো ভারতে অন্যতম জনপ্রিয় একটি এড নেটওয়ার্ক। এদের বিজ্ঞাপন পরিবেশন অনেক সুন্দর। এবং কন্টেন এর সাথে অনেক মানানসই তখন কোনো ভিজিটর পোষ্ট পড়তে এসে বিজ্ঞাপনে ক্লিক করতে বাধ্য হয়। ভারত ছাড়াও বাংলাদেশের অনেক সাইট ন্যাটিভক্লিক এড নেটওয়ার্কটি ব্যবহার করছে। সিমিলারওয়েব এর তথ্যমতে, এদের সাইটে মাসে চার লাখ পঞ্চাশ হাজারের বেশি ভিজিটর ঢুকে। তার মানে বুঝতে পারছে নেহাত কম জনপ্রিয় এড নেটওয়ার্ক না। না হলে দৈনিক এতো ভিজিটর কোনো এড নেটওয়ার্ক সাইটে এমনি ঢুকবে না।

Nativclick ব্যবহারের সুবিধাগুলো কি কি


সবচেয়ে বড় সুবিধা হলো এতো আর্থিক লেনদেন বিশ্বস্ত। আপনি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে সাইট কানেক্ট করতে পারেন। আর তারা অনেক দ্রæত জবাব দেয়। আপনার সাইটে মাসিক এক লক্ষের অধিক ভিজিটর থাকলে আপনি তাদের সাথে যুক্ত হতে পারবেন। এছাড়া তাদের সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। ন্যাটিভক্লিক এড নেটওয়ার্ক ব্যবহার করতে চাইলে আপনি তাদের ইমেল ব্যবহার করুন। দেখবেন তাড়া খুব দ্রæত সারা দিবে আপনাকে।

Taboola


তাবুলা হলো আরেকটি জনপ্রিয় এড নেটওয়ার্ক। আপনি জানলে অবাক হবেন এবই জনপ্রিয় এড নেটওয়ার্কটি হলো আমেরিকার কোনো ব্যবসায়ীর। তাদের এড পরিবেশন প্রায় ম্যাগিড আর এডকিপারের মতো। অনেকটা কন্টেন এর মতো। ভিজিটররা সাইটের কন্টেন ভেবে এসবে ক্লিক করে থাকে। নিউইয়র্ক শহরের ২৬ ম্যাডিশন স্কয়ার পশ্চিম ভবনের সপ্তম তলায় তাদের মূল অফিস। এছাড়া ব্রাজিল, ইংল্যান্ড, ইসরায়েল, তুর্কি, থাইল্যন্ড, ইন্ডিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, অস্টেলিয়া, মেক্সিকো, জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি, সুইডেন্ট ও নেদারল্যান্ড দেশগুলোর মূল শহরে তাদের অফিস আছে।

কিভাবে তাবুলা এড নেটওয়ার্কের সাথে যুক্ত হবেন
আপনি চাইলেই কিন্ত এই নেটওয়ার্ক এর সাথে সহজেই তাদের সাইটে গিয়ে যুক্ত হওয়ার জন্য এপ্লাই কারতে পারেন। কিন্ত তারা আপনারে সাইটে মাসে লক্ষাধিকের বেশি ভিজিটর না থাকলে কখনো তারা এপ্রæভাল দিবে না। সবার চেয়ে বড় কথা হলো এসব এড নেটওয়ার্ক ব্যবহার করলে অন্যন্যাদের চেয়ে বেশি টাকা ইনকাম করা যাবে। কেননা তাদের বিজ্ঞাপন পরিবেশন সুন্দর। তাই ক্লিক পড়ার হার অনেক বেশি থাকে।

উপসংহার
এই এডসেন্স এর সেরা বিকল্প লেখাটি কোনো প্রকার উপকারে লাগলে নিচে একটা কমেন্ট করে জানাবেন আমাদের । আর কোনো ভুল তথ্য দিয়ে থাকলেও জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top