একাত্তরের পর ৪ লক্ষের অধিক জনসংখ্যার সন্দ্বীপ বাসি সবচেয়ে বড় উপরহার পেয়েছে এই সরকার থেকে। সবার চোখে মুখে আন্দরে কোনো শেষ নেই। গেল ২৪ মার্চ সরকার প্রথমবারের মতো উপকূলীয় অঞ্চল দিয়ে ফেরি চলাচল শুরু করেছে। এতে যাতায়াত ব্যবস্থা বেশ সহজ হয়েছে সন্দ্বীপ বাসীর। আজকে চট্টগ্রাম টু সন্দ্বীপ ফেরি চলাচলের সময়সূচি ও ভাড়া নিয়ে বিস্তারিত জানাবো। পড়ুন সন্দ্বীপ ফেরি সার্ভিস
সন্দ্বীপ টু চট্টগ্রাম ফেরির সময়সূচি
বলে রাখা উচিত সন্দ্বীপ-চট্টগ্রাম রুটের এই ফেরিটি বানানো হয়েছে অভ্যন্তরীণ রুটের জন্য। বর্তমানে এই রুটে এটি সেবা দিচ্ছে। ফেরির নাম কপোতাক্ষ । যেটি ৩৫ টি যানবাহনের পাশাপাশি ৬০০ যাত্রী পরিবহন করতে পারে। এদিকে সরকার নতুন ফেরির অর্ডার করেছে যা এই বছরের অক্টোবার থেকে পাওয়া যাবে। ফেরিটি দিনে ৪ বার এই রুটে চলাচল করে। প্রতিবার পারাপার হতে ১ ঘণ্টা ১০ মিনিট করে সময় লাগে। চট্টগ্রাম ঘাট থেকে সকালে ছেড়ে গেলে সকাল ১০ টায় গিয়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে থামে ফেরি।
আরো পড়ুন ঢাকা টু বরগুনা লঞ্চ সময়সূচি ও ভাড়া
চট্টগ্রাম টু সন্দ্বীপ ফেরি ঘাট
চট্টগ্রামে ফেরি ঘাট হলো সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট। অপরদিকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ঘাট করে ফেরি কপোতাক্ষ।
সন্দ্বীপ টু চট্টগ্রাম ফেরি ভাড়ার তালিকা
যাত্রী সহ যানবাহন সবকিছুর জন্য ভাড়া নির্ধারিত করেছে বিআইডব্লিটিসি। নিচে দেখে নিন তার তালিকা
ক্রমিক নাম্বার | যানবাহনের নাম | ভাড়ার পরিমাণ |
০১. | সাধারণ যাত্রী | ১০০ টাকা |
০২. | মোটরসাইকেল | ২০০ টাকা |
০৩. | সিএনজিচালিত অটোরিকশা | ৫০০ টাকা |
০৪. | ব্যক্তিগত গাড়ি | ৯০০টাকা |
০৫ | বাস | ৩ হাজার ৩০০ টাকা |
০৬. | ট্রাক | ৩ হাজার ৩৫০টাকা |
০৭ | ১০ চাকার গাড়ি | ৭ হাজার ১০০ টাকা |
চট্টগ্রাম হতে সন্দ্বীপ বাস চলাচল ও ভাড়া
এখন পর্যন্ত চট্টগ্রামের হালিশহর থেকে রূপসী সন্দ্বীপ, লুসাই পরিবহন লিমিটেড ও কালু শাহ এন্টারপ্রাইজের ছয়টি বাসে যাত্রীসেবা চালু হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকা থেকেও যাত্রী পরিবহন করছে বিআরটিসি বাস। ঢাকা থেকে এসি বাসে ৮০০ টাকায় এখন সন্দ্বীপ যেতে পারবেন। আর চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে নন এসি বাসে মাত্র ৩০০ টাকায় সন্দ্বীপ যেতে পারবেন।
ক্রমিক নাম্বার | চট্টগ্রাম থেকে (ননএসি) | ঢাকা থেকে (এসি) |
০১. | ৩০০ টাকা | ৮০০ টাকা |
শেষ কথা
আমাদের চট্টগ্রাম টু সন্দ্বীপ ফেরি চলাচলের সময়সূচি ও ভাড়া লেখাটা ভালো লাগলে শেয়ার করুন অন্যদের মাঝে। এছাড়া সন্দ্বীপ ফেরি সার্ভিস সহ বিআইডব্লিটিসির ফেরি ভাড়ার তালিকা দেখুন