ঢাকা থেকে লালমোহন উপজেলার নৌরুটে বেশ কয়েকটি লঞ্চ নিয়মিত যাতাযাত করে। এই রুটে লঞ্চ গুলো মূলত লালমোহন ঘাট থেকে ছেড়ে এসে নাজিরপুর, দেবীরচর লঞ্চঘাট ও দেউলা লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে ঢাকা থেকে আসার পথেও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে সবার প্রথমে কাঁচারি হাট বা দেউলা ঘাট করে। পরে দেবীরচর লঞ্চঘাট ও নাজিরপুর হয়ে সর্বশেষ লালমোহন ঘাটে যাত্রা শেষ করে। বর্তমানে ঢাকা টু লাহমোহন লঞ্চ গুলোর বেশ প্রতিযোগীতা দেখা যায়। এমভি শাহরুখ ১, প্রিন্স সাকিন,গ্লোরী অব শ্রীনগর ৮, মানিক ১১ এই রুটে নিয়মিত যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এদের রুট টা হলো ধুলিয়া-দেউলা-দেবীর চর -নাজিরপুর
ঢাকা টু লালমোহন লঞ্চ
বর্তমানে লালমোহন উপজেলা থেকে অনেক গুলো লঞ্চ নিয়মিত যাতায়াত করে থাকে লালমোহন টু ভোলা রুটে। বিভিন্ন সময়ে লঞ্চ বাড়লে কমলেও এখন মেসার্স আল আরাফ শিপিং কর্পোরেশন এর এম ভি এমভি আল আরাফ ৭। মেসার্স মনোয়ারা শিপিং কর্পোরেশন এর এম ভি ক্যাপ্টেন ও এমভি গ্লোরী অব শ্রীনগর ৮ নিয়মিত সার্ভিস দিচ্ছে। নিচে আরো কয়েকটি লঞ্চের নাম দেওয়া হলো
০১. এমভি শাহরুখ ১
০২. এমভি প্রিন্স সাকিন
০৩. এমভি গ্লোরী অব শ্রীনগর ৮
০৪. এমভি মানিক ১১
০৫. গ্লোরী অব শ্রীনগর ৭
০৬. এমভি রাজারহাট বি
০৭. এম ভি এমভি আল আরাফ ৭
০৮. এম ভি ক্যাপ্টেন
ঢাকা টু নাজিরপুর লঞ্চ কেবিন বুকিং নাম্বার
লঞ্চের নাম | কেবিন বুকিং নাম্বার |
০১. এমভি গ্লোরী অব শ্রীনগর ৮ | ০১৭১২০২২৪৭২ |
০২. এমভি প্রিন্স সাকিন | ০১৭১৬১৪৯৮৭৬ |
০৩. এমভি মানিক ১১ | ০১৭৬৬৯৬০৪৬৯ |
০৪. গ্লোরী অব শ্রীনগর ৭ | ০১৭৪২৭৫১৩২৩ |
০৫. এম ভি এমভি আল আরাফ ৭ | ০১৩৩৭৩০৫৬৮৬, ০১৭৮৭২০২০৯৪ |
০৬. এম ভি ক্যাপ্টেন | ০১৭১১২২০৯০২ ০১৭১৬১৪৪৫৭৬ |
ঢাকা টু লালমোহন লঞ্চ সময়সূচি
ঢাকা টু লাহমোহন রুটে চলাচলকারী এমভি শাহরুখ ১, প্রিন্স সাকিন,গ্লোরী অব শ্রীনগর ৮, মানিক ১১, গ্লোরী অব শ্রীনগর ৭, রাজারহাট বি, এম. ভি ক্যাপ্টেন, এম ভি আরাফ ৭। এই লঞ্চ গুলো প্রতিদিন ঢাকা থেকেনো একটি সন্ধ্যা ০৬.৩০ টায় ছেড়ে আসে লালমোহন এর উদ্দেশ্যে। আবার প্রতিদিন ০৪.৩০ টায় লালমোহন থেকে যেকোনো একটি লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে।
ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ০৬.৩০ মিনিট
লালমোহন থেকে ছাড়ে বিকাল ০৫.৩৫ মিনিট
ঢাকা টু নাজিরপুর লঞ্চ ভাড়া
লঞ্চের সিটের নাম | ভাড়া |
০১. ডেক | ৪০০-৫০০ টাকা |
০২. কেবিন | ৮০০-১০০০ টাকা |
০৩. ডাবল কেবিন | ১৪০০-১৮০০ টাকা |
০৪. ভিআইপি কেবিন | ৩০০০-৫০০০ টাকা |
আমাদের কথা
অনেক সময় লঞ্চের সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে। তাই আপনাদের উচিত কিছুটা আগে লঞ্চ ঘাটে উপস্থিত থাকা। অনেক সময় জোয়ার ভাটার কারণে লঞ্চের সময়সূচির হেরফের হয়ে যায়। ধন্যবাদ