ঢাকা টু বোরহানউদ্দিন লঞ্চ সময়সূচী ও ভাড়া

ঢাকা টু বোরহানউদ্দিন লঞ্চ ভাড়া

বাংলাদেশের এমন কোন  মানুষ নেই যে লঞ্চের জার্নি পছন্দ করে না। তাই আপনারা যারা লঞ্চের জার্নি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লঞ্চের সময়সূচীর পাশাপাশি লঞ্চের ভাড়া কত সে বিষয় সর্ম্পকে জানতে হবে। প্রত্যেকটি লঞ্চে অনেক গুলো আসন সংখ্যার ব্যবস্থা রয়েছে। এক এক টি আসনের মূল্য এক এক রকমের। বাংলদেশের প্রায় অধিকাংশ মানুষ ভ্রমন প্রিয় হয়ে থাকে। আবার সেই যার্নি টা যদি হয় লঞ্চে তাহলে তো কোন কথায় থাকে না। পড়ুন ঢাকা টু বোরহানউদ্দিন লঞ্চ

ঢাকা থেকে বোরহান উদ্দিন লঞ্চের ভাড়া

আগেকার সময়ে লঞ্চের টিকেট কাটতে হলে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে টিকেট কাটতে হত কিন্তু বর্তমান অত্যধুনিক যুগে সেটা আর করতে হয় না। এখন ঘরে বসেই লঞ্চের টিকেটের ব্যবস্থা করতে হয়। সেজন্য লঞ্চের সঠিক ভাড়া সর্ম্পকে জানাটা দরকার। সঠিক ভাড়া জানলে আপনি অনলাইনের মাধ্যমেই টিকিট ক্রয় করতে পারবেন। আমারা ঢাকা টু বোরহানউদ্দিন লঞ্চ সেবার জন্য কোন লঞ্চে করে যাবেন আর কোনটার কত ভাড়া সে সর্ম্পকে জানতে হবে।

আরো পড়ুন ঢাকা টু বরগুনা লঞ্চ সময়সূচী ও ভাড়া

লঞ্চের সিটের নামভাড়া
০১. ইকোনমি ক্লাস৫০০
০২. বিজনেস ক্লাস৬০০
০৩. রয়েল ক্লাস৭০০
০৪. সিঙ্গেল এসি কেবিন  ১০০০
০৫. সিঙ্গেল এটাষ্ট বাথরুম১৫০০
০৬. সিঙ্গেল এটাষ্ট বাথরুম কাপল বেড২০০০
০৭. ডাবল এসি কেবিন১৮০০
০৮. ডাবল এটাষ্ট বাথরুম২৫০০
০৯. ডিলাক্স কেবিন  ৩০০০

বোরহানউদ্দীন টু ঢাকা লঞ্চ

ভোলা একটি দ্বীপ জেলা এখানে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো লঞ্চ। লঞ্চ এর কোনো বিকল্প নেই এই দ্বীপে আসার জন্য। এদিকে ভোলা জেলায় বিভিন্ন উপজেলা নদীর তীরবর্তী হওয়ার কারণে সব উপজেলা থেকে ঢাকায় লঞ্চ চলাচলের সুযোগ রয়েছে। এছাড়া চরফ্যাশন উপজেলার যাত্রী বোরহানউদ্দীন উপজেলার লঞ্চ দিয়ে যাতায়াতের অনেক ভোগান্তি পোহাতে হবে। তাই বেসরকারি মালিকানাধীন বিভিন্ন কোনো এক এক উপজেলা থেকে বিভিন্ন লঞ্চ চালু রেখেছে যাতীসেবার কথার চিন্তা করে। একসময় বোরহানউদ্দীন টু ঢাকা নৌ রুটে জনপ্রিয় লঞ্চ ছিল এম ভি গাজী সালাউদ্দীন, এরপর সেবা দিতে আসে এম ভি জামাল ৯। বর্তমানে এই রুটে নিয়মিত চলাচল করছে এম ভি রাসেল ৫ ও এম ভি মানিক ১।

ঢাকা টু বোহানউদ্দীন লঞ্চ সময়সূচী

এই রুটে প্রতিদিন বোরহানউদ্দীন লঞ্চ ঘাট থেকে বিকেল ৫.০০ একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। আবার ফিরতি ট্রিপে ঢাকা থেকে বিকেল ৫.০০-৫.৩০ সময়ের মধ্যে বোরহানউদ্দীন উপজেলার উদ্দেশ্যে আরেকটি লঞ্চ ছেড়ে আসে।

ঢাকা টু বোরহানউদ্দীন লঞ্চ কেবিন বুকিং নাম্বার

আপনি চাইলে মানিক ১ লঞ্চের কেবিন বুকিং করতে পারবেন এই ০১৭২৮৪১২২০০ নাম্বারে কল করে। এছাড়া এম. ভি রাসেল ৫ লঞ্চের কেবিন বুকিং দিতে চাইলে কল করুন  01712735300 নাম্বারে।

আমাদের কথা

ভোলা জেলার অন্যান্য নৌ রুট থেকে এই রুট কিছুটা কম জনপ্রিয়। এর কারণ হিসেবে অনেক কম গতির লঞ্চ হিসেবে মনে করেন অনেকে। এছাড়া বোরহান উদ্দীন উপজেলার কিছু যাত্রী হাকিমুদ্দীন লঞ্চ ঘাট থেকে ঢাকা যাওয়ার কারণে প্রায় যাত্রী সংকটে থাকে এই রুট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top